Search Any Post...

জেনে নিন পৃথিবীর বৃহত্তম ১০টি দেশ সম্পর্কে।

world map


জেনে নিন আয়তনে বিশ্বের সর্ব বৃহৎ দশটি
দেশের নাম ও আয়তন

রাশিয়া -১
আয়তনে বিশ্বের সর্ব বৃহৎ দেশ। যার পুর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন।
রাশিয়ার আয়তন প্রায় ১৭,০৯৮,২৪২ কিঃমিঃ।যা পৃথিবীর ১১% জায়গা দখল করে আছে।

কানাডা -২
কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহৎ রাস্ট্র।আয়তনে বেশি হলেও কানাডা সামরিক শক্তিতে তেমন উন্নত নয়। যার আয়তন
৯,৯৮৪,৬৭০ বর্গকিলোমিটার। যা পৃথিবীর আয়তনের ৬.৭%

যুক্তরাষ্ট্র -৩
যুক্তরাষ্ট্র আমেরিকা United States। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাস্ট্র। যার আয়তন হচ্ছে ৯,৬২৯,০৯১
বর্গকিলোমিটার। যা পৃথিবীর আয়তনের৬.৫%।

চীন -৪
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের এক নম্বরে চীন হলেও,আয়তনে চীনে অবস্থান চতুর্থ। এটি প্রায় ৯,৫৯৮,০৯৪ বর্গকিলোমিটার
জায়গা দখল করে আছে। যা পৃথিবীর আয়তনের ৬.৪%।

ব্রাজিল -৫
পাঁচ নম্বরে আছে ফুটবলের দেশ ব্রাজিল।
এর আয়তন ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার। যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড়।যা পৃথিবীর আয়তনের৫.৭%।

অস্ট্রেলিয়া -৬
অস্ট্রেলিয়া মহাদেশ হলেও। ভিন্ন ভাবে এটি
রাস্ট্র হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এর অন্তর্ভুক্তি। আর দেশ
অনুসারে অস্ট্রেলিয়ার আয়তন ৭,৬৯২,০২৪ বর্গকিলোমিটার। যা পৃথিবীর আয়তনের ৫.২%।

ভারত -৭
ভারত এশিয়ার অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ। আয়তনে এটি প্রায়
৩,২৮৭,২৬৩ বর্গকিলোমিটার। যা
পৃথিবীর আয়তনের ২.৩%।

আর্জেন্টিনা -৮
ব্রাজিল এর পর ফুটবলের দেশ আর্জেন্টিনা। যার আয়তন প্রায় ২,৭৮০,৪০০
বর্গকিলোমিটার। যা কিনা পৃথিবীর আয়তনের ২%।

কাজাকিস্থান-৯
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ
কাজািখস্তান।এটি ইউরোপের পাশ্ববর্তী
একটি রাস্ট্র। যার আয়তন হচ্ছে ২,৭২৪,৯০০ বর্গকিলোমিটার। যা পৃথিবীর আয়তনের ১.৮%।

আলজেরিয়া -১০
আলজেরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম
দেশ। যা আয়তনের দিক থেকে দশম। এর আয়তন হচ্ছে ২,৩৮১,৭৪১ বর্গকিলোমিটার।আফ্রিকা মহাদেশে
অবস্থিত এই দেশ। যা পৃথিবীর আয়তনের ১.৬%।

0 Response to "জেনে নিন পৃথিবীর বৃহত্তম ১০টি দেশ সম্পর্কে।"

Post a Comment